জাকাত মানুষকে স্বস্তি দিতে এলেও মানুষ একে কঠিন করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এক গবেষণা অনুযায়ী, যদি জাকাত সঠিকভাবে আদায় ও বিতরণ করা হয়, তাহলে ছয় থেকে সাত বছরের মধ্যে বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হতে পারবে। কিন্তু স্বাধীনতার পর ৫৪ বছর পার হলেও এখনো দেশের মানুষ স্বাবলম্বী হতে পারেনি। গতকাল রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সঞ্চালনা করেন এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। জামায়াত আমির বলেন, আমরা এমনভাবে জাকাত আদায় করব, যাতে মানুষের অবস্থার পরিবর্তন হয়। জাকাতর সঠিক ব্যবস্থাপনা না থাকায় সমাজের কিছু লোক সম্পদশালী হয়ে যাচ্ছে, আর কিছু লোক একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এর মধ্যে কিছু মানুষ এমনও আছে, যারা নিজেদের কষ্টের কথা কাউকে বলতেও পারে না। এজন্য সবাইকে নিয়ম মেনে জাকাত আদায় করতে হবে। চিকিৎসকদের আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান জাতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগে চিকিৎসকরা ঘরে ঘরে গিয়ে সেবা দিতেন, এখন সেই সুযোগ নেই।
বর্তমানে প্রাতিষ্ঠানিক সেবার যুগ। রোগীরা চিকিৎসকের কাছে ছুটে আসেন, কিন্তু চিকিৎসকের উচিত যথাযথভাবে তাদের সেবা প্রদান করা। রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া, সঠিকভাবে কাউন্সেলিং করা এবং ওষুধ নির্ধারণে সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রেসক্রিপশন লেখার সময় কোনো বিশেষ ওষুধ কোম্পানির প্রভাব পড়ছে কি না, পরীক্ষা নির্ধারণের ক্ষেত্রে কোনো অনৈতিক বিষয় প্রভাবিত করছে কি না- এসব বিষয় সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আপনি রোজাদার, সারা দিন রোজা রেখেছেন, কিন্তু নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না- তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সুযোগ হারাবে। আপনার হিসাব আপনাকেই মেলাতে হবে, নইলে আপনার রোজা বৃথা যাবে।
তিনি আরও বলেন, কোরআনকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে প্রতিদিনই কোরআনের সঙ্গে থাকতে হবে। প্রতিদিন হয়তো তেলাওয়াত করা সম্ভব না-ও হতে পারে, কিন্তু কোরআনের শিক্ষা প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর হওয়া উচিত। কোরআন ছাড়া যেন একটি দিনও না কাটে-এমন মানসিকতা নিয়ে আমাদের দুনিয়ার সব কাজ পরিচালনা করা উচিত।