ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। সাবলীল অভিনয়গুণে নজর কেড়েছেন দর্শকদের। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো যে কারও জন্যই কিছুটা ভীতির সঞ্চার করে। তেমনটি কি নীহার ক্ষেত্রেও ঘটেছিল? জানালেন তিনি নিজেই।
নীহা অভিনীত প্রথম নাটক ‘লাভ সেমিস্টার’। প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, শুটিং শুরু হলো, আমার কোনোভাবেই ভয় কাটছিল না। প্রবীর দাদা (পরিচালক) বললেন, শুটিং স্পটের সবার সঙ্গে যেন নিজে গিয়ে কথা বলি। এতে সহজে মিশতে পারব। আমি তাই করি। খুব কাজে দিয়েছিল। যদিও প্রবীর দাদা প্রথম দিন আমার কোনো সংলাপ রাখেননি, শুধু দুইটা মোমেন্ট রেখেছিলেন।
তিনি আরও বলেন, চারদিকে ক্যামেরার সামনে আমি যখন ভয়ে ভয়ে প্রথম সংলাপহীন অভিনয় করলাম, তখনই ভয় কেটে গিয়েছিল। পাশাপাশি সবাই আমাকে সাহস দিচ্ছিল, প্রশংসা করছিল। পরের দৃশ্যে সেই ভয়টা আর ছিল না। এভাবেই আমার প্রথম দিনের শুটিং শেষ হয়।
প্রথম দিনের সেই দৃশ্যধারণ তার কাছে ‘বিশেষ স্মৃতি’ উল্লেখ করে অভিনেত্রী বলেন, সেদিনের পুরো সময়টাই আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে, কোনো দিন ভুলতে পারব না। মুক্তির পর প্রথম যখন দৃশ্যটা পর্দায় দেখি, আমার খুব লজ্জা লাগছিল। মা-বাবাসহ নিকটজনরা মুখিয়ে ছিলেন নাটকে আমাকে দেখতে। প্রবীর দাদা আমার জন্য সুন্দর সূচনা করে দিয়েছিলেন। জোভান ভাইও সহশিল্পী হিসেবে খুব সাপোর্টিভ ছিলেন।
দর্শকের অফুরান ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ নীহা। যদিও প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন জানাননি তিনি। তবে সেটা যে ‘ভালো’ অঙ্কের ছিল জানাতে ভোলেননি।
বিডি প্রতিদিন/কেএইচটি