সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের হওয়া মামলায় সাজাপ্রাপ্ত একই পরিবারের ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে হেমনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আব্দুল করিম (৬০), শাহ আলম (৪০), নুরুজ্জামান (৪৫), নুরুল আমিন (৪১), রুহুল আমিন (৪২), বাটুল হোসেন (৩৮), হাবিবুল্লাহ (৩৫), আরিফুল ইসলাম (৩২) ও স্বপন আলী (৩৬)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর জানান, ২০১৮ সালে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের আশিক উল্লার সঙ্গে হেমনগর গ্রামের গ্রেপ্তার আসামিদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আশিক উল্লা গুরুতর আহত হন। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত ৯ আসামির প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর তাদের গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/আশফাক