প্রতারণা, মানহানি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা।
বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন সেই নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশাকে আইনি নোটিশ দেওয়া হয়। যদিও এ নিয়ে তানজিন তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এবার প্রতারণা ও মানহানির অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছে পেজ কর্তৃপক্ষ। বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি করেন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।
মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।
বিডি প্রতিদিন/কেএইচটি