সম্প্রতি ৬০ বছরে পা রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তায় সিক্ত হন অভিনেতা। বাবাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মেয়ে সুহানা খানও।
বাবাকে শুভেচ্ছা জানিয়ে সুহানা লিখেছিলেন, ‘বাদশার রাজকন্যা’। আর সেই পোস্ট শেয়ার করেই মেয়েকে বিশেষ উপদেশ দিলেন শাহরুখ খান।
এক্স হ্যান্ডেলে মেয়ের পোস্ট শেয়ার করে শাহরুখ লেখেন, ‘খুব ভালোবাসি তোমাকে। তবে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসটা কমাও। কারণ তুমি এখনো ছোট।’
এরপর এই টুইট ভাইরাল নেটপাড়ায়। অনুরাগীরা বলছেন, হাজারো ব্যস্ততা সত্ত্বেও সন্তানের ছোটখাটো অভ্যাস নজর এড়ায় না শাহরুখের। এখানেই তো তিনি সকলের থেকে আলাদা। কেউবা বললেন, শত ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে কীভাবে আগলে রাখা যায়, সেই পাঠ বাদশার কাছ থেকে নেওয়া উচিত।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে আসে ‘কিং’ ছবির প্রথম ঝলক। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি