আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার নির্বাচনী প্রচারণা শুরু করেছন।
বুধবার বিকেল ৩টার দিকে নগরীর শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। পরে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন।
মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলের সুসংগঠিত করেছি তার প্রতিদান হেসেবে দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষকে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ।
তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
মীর হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। অতীতে যেভাবে তাকে সকল নেতাকর্মী ও সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন জুগিয়েছেন, তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
পরে তিনি সেখান থেকে সরাসরি হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্থানে তার কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা-দাদি ও অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এদিকে, এর আগে দলীয় মনোনয়ন পেয়ে আজ দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এলাকার সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলম, আবুল ফয়েজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুনুর আলম, সদস্য সচিব আবু জাফর খোকনসহ মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জাসাস ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই