জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রথম আলোতে প্রকাশিত ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ এ সংবাদ অসত্য। নির্বাচন আসলেই যখনই কোনো সংকট বাংলাদেশে আসে সংকটের মধ্যে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। প্রথম আলোর এই ধরনের অপসাংবাদিকতা বন্ধ করতে হবে।
গতকাল রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে যৌথভাবে জুলাই সনদ বাস্তবায়নের সংকট সমাধানের উদ্দেশ্যে এ সংলাপের আয়োজন করে এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে প্রথম আলো নিয়ে কথা বললে অনেকে ভয় পায়। প্রথম আলো নিয়ে আর ডেইলি স্টার নিয়ে ভয় পাওার দরকার নেই। তিনি বলেন, মান্না ভাইকে নিয়ে প্রথম আলো মিথ্যা কথা বলেছে অথচ মান্না ভাই এখন মতি ভাইয়ের কী হয় এটা আমরা আসলে জানি না এজন্য মতি ভাইকে আহ্বান জানাব হয়তো সাংবাদিকতা করেন, না হলে রাজনীতি করেন। এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে। আমরা আপনাকে প্রার্থিতা দেব। কিন্তু এ ধরনের অসত্য তথ্য দিয়ে এ সংকটকালীন মুহূর্তে জাতিকে বিভ্রান্ত করবেন না। নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, পুরো বাংলাদেশে মনোনয়ন বাণিজ্য নিয়ে যখন মারামারি, কাটাকাটি, রোড ব্লক, আগুন জ্বলছে- এমন এক সময় আজকে আমরা একসঙ্গে এ আলোচনা সভায় উপস্থিত হয়েছি।
একত্রিত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তিশৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা জাতির এ সংকটকালীন মুহূর্তটিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলছি।