বলিউডের নব্বইয়ের দশকে শাহরুখ খান ও জুহি চাওলার জুটি মানেই ছিল বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা। ‘ডর’, ‘ইয়েস বস’, ‘রাজু বান গয়া জেন্টলম্যান’সহ বহু ছবিতে এই জুটির রোমান্স মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু অনেকেই জানেন না, ইয়াশ চোপড়ার পরিচালিত ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘ডর’–এ জুহি চাওলার জায়গায় প্রথমে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল রাভিনা ট্যান্ডনের কাছে।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই–এর পডকাস্টে অংশ নিয়ে সেই তথ্য নিজেই জানিয়েছেন রাভিনা। তিনি বলেন, “হ্যাঁ, ‘ডর’-এর প্রস্তাব প্রথমে আমিই পেয়েছিলাম। ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে আমি স্বস্তি পাইনি। কিছু জায়গায় হয়তো সাঁতারের পোশাক পরতে হতো, যা করতে আমি রাজি ছিলাম না। তখনই বলেছিলাম, না, আমি করব না। কয়েকটি দৃশ্য আমাকে অস্বস্তিতে ফেলেছিল।”
শুধু ‘ডর’ নয়, রাভিনা জানান, ‘প্রেম কয়েদি’ (১৯৯১) ছবিটিও প্রথমে তাঁকে অফার করা হয়েছিল, যা পরে কারিশমা কাপুরের অভিষেক চলচ্চিত্র হয়।
তিনি বলেন, “ওই ছবিতেও একটি দৃশ্যে নায়কের হাত ধরে জামার চেইন খোলা হয়—আমি সেটাও করতে রাজি ছিলাম না। তখন আমি অনেক বিষয়ে অস্বস্তি বোধ করতাম। কারও সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলে কাছাকাছি শটেও সমস্যা হতো। সব সময় একটা দূরত্ব বজায় রাখতাম।”
রাভিনা আরও জানান, নিজের সীমারেখা নিয়ে তিনি সব সময় সচেতন ছিলেন, যদিও অনেকেই সেটা অহংকার হিসেবে দেখতেন। “আমি অহংকারী ছিলাম না, কিন্তু নিজের সীমা জানতাম। তাই হয়তো অনেকে আমাকে অন্যভাবে ভাবত,” যোগ করেন তিনি।
যদিও ‘ডর’-এ অভিনয় করা হয়নি, রাভিনা ট্যান্ডন পরবর্তীতে ‘মোহরা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দুলহে রাজা’, ‘শূলে’সহ একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/মুসা