গাইবান্ধা ও বাগেরহাটে ডেকে নিয়ে দুই ব্যবসায়ীকে ও টাঙাইলে এক বৃদ্ধকে তুলে নিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- গাইবান্ধা : ফুলছড়িতে খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে এ ঘটনা ঘটে। খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে। আটক দুলাল মাঝি (৪৫) ওই এলাকারই বাসিন্দা। নিহতের স্ত্রী রোকেয়া বেগম বলেন, গতকাল ভোর ৫টার দিকে চার-পাঁচজন লোক বাড়িতে এসে খোকা মিয়াকে ডেকে বলেন, ‘এখানে মাছ ধরা যাবে কি না।’ তখন তিনি ঘুম থেকে উঠে দরজার সামনে এলে কিছুক্ষণ পর গুলির মতো শব্দ শুনতে পাই। বাইরে গিয়ে দেখি খোকা মিয়া মাটিতে পড়ে আছেন। সেখানেই খোকা মিয়া মারা যান। এটা পরিকল্পিত হত্যা।
টাঙ্গাইল : কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বসতবাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তিনি ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বাড়ির পাশে একটি জঙ্গলে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
বাগেরহাট : ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গায় গতকাল মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবার রাতে সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে স্বামীর ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্বামী পারভেজ পলাতক রয়েছে।