কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার প্রথম বোর্ড সভাতেও অংশ নেন এই নারী পরিচালক। কিন্তু এর পরদিনই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
ফেসবুকে রুবাবা দৌলার একটি স্থিরচিত্র পোস্ট করে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’ অভিনেতার এই পোস্টটি কিছু নেটিজেনের কাছে অসম্মানজনক মনে হয়েছে। অনেকেই পোস্টটি নিয়ে ইরফান সাজ্জাদের সমালোচনা করেছেন।
যদিও সমালোচনার মুখে এরই মধ্যে ইরফান সাজ্জাদ তার ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে ফেলেছেন। তিনি এ নিয়ে এক ব্যাখ্যা জানান, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম।
বলতে চেয়েছিলাম এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে কখনোই হবে না। অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে বলেও জানান করেন অভিনেতা।
বিডি-প্রতিদিন/শআ