প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচির অগ্রগতি নিয়ে একদিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম এবং সহকারী পরিচালক আবজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি. এম. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদিয়া শাবাব বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। অবহেলা নয়, বরং সহায়তার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ও মর্যাদা পুনরুদ্ধার করতে হবে।
সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচিকে আরও সম্প্রসারণের আহ্বান জানান এবং তাদের সমঅধিকার ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বিডি-প্রতিদিন/মাইনুল