রংপুরে সড়ক সম্প্রসারণের কাজ শেষ না হতেই সড়ক বিভাজন করায় ভোগান্তিতে পড়েছেন ওই পথে যাতায়াতকারী শত শত যানবাহনের চালক ও পথচারীরা। রংপুর নগরীর জেল রোড থেকে হাজিরহাট পর্যন্ত সড়ক সম্প্রসারণে কাজ চলছে।
রংপুর সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর পশ্চিমে জেল রোড থেকে হাজিরহাট পর্যন্ত ৩ দশমিক ২০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কেয়েক মাস আগে। আগে এ সড়কটির কোথাও ১২ ফুট আবার কোথাও ২৪ ফুট পর্যন্ত প্রশস্ত ছিল। সম্প্রসারণ করা হলে সড়কটি ৩৪ ফুটে উন্নীত হবে। এটি নগরবাসীর জন্য সুখবর হলেও সম্প্রসারণ কাজ শেষ না হতেই রাস্তার মাঝে সড়ক বিভাজক দেওয়া হয়েছে। ফলে যানবাহন চালকরা দুর্ভোগে পড়েছেন। অনেক সময় যানজট দেখা দেয়। এছাড়া দুর্ঘটনাও ঘটছে। এ সড়ক দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় যাওয়া যায়। এ রুটে প্রতিদিন কয়েক হাজার যান চলাচল করে। স্থানীয়রা মনে করছেন রাস্তার কাজ শেষ না করে বিভাজক দেওয়া সড়ক বিভাগের ভুল সিদ্ধান্ত।
ওই পথে প্রতিদিন মোটরসাইকেলে যাতায়াতকারী সুজেল খান বলেন, আমাকে প্রতিদিন এ রাস্তা দিয়ে শহরে অফিস করতে হয়। সড়ক সম্প্রসারণের কাজ শেষ না হতেই রোড ডিভাইডার দেওয়ায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে। এছাড়া যানজট লেগে রয়েছে। ওই পথের আরেক পথিক মহিউদ্দিন বলেন, সম্প্রসারণের কাজ শেষ না করে বিভাজক দেওয়া সড়ক বিভাগের একটি ভুল সিদ্ধান্ত। যে কোনো সময় ওই স্থানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, উন্নয়ন কাজের সময় একটু ভোগান্তি হতে পারে। আগামী মাসে কাজ শেষ হলে মানুষের দুর্ভোগ থাকবে না।