বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে চাঁদপুরের সেনগাঁও এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবনের উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে কাজ করছে। এ ধরনের কেন্দ্র একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি জানান, এখন থেকে বাউবির এম.এ কোর্স সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে, ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল অ্যাপস ব্যবহার করে পাঠ নিতে পারবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিলরওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল