দাম্পত্য জীবনের টানাপোড়েনের ঘটনা নিয়ে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন নাটক ‘সহযাত্রী’।
নাটকটি লিখেছেন জোবায়েদ আহসান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।
নাটকের চিত্রনাট্য নিয়ে বিজ্ঞপ্তিতে রাজ বলেন, “স্বামী-স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া সম্পর্ক। সংসারে ভালোবাসা, মর্যাদা, মায়া-মমতায় সুখী দাম্পত্য গড়ে ওঠার কথা। কিন্তু অনেক সংসারে তা দেখা যায় না। সম্পর্কের টানাপোড়েন মানুষকে কোথায় ঠেলে দিতে পারে, সেটাই ‘সহযাত্রীতে’ দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকেরা বিদ্রূপাত্মক ঢংও খুঁজে পাবেন গল্পে।”
ঢাকার ফার্মগেইট, উত্তরা ও সাভারে শুটিং হয়েছে ‘সহযাত্রী' নাটকের। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এম এন ইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর ও এস এম আশরাফুল আলম সোহাগ।
'সহযাত্রী' নাটকে রয়েছে ‘আঘাত’ শিরোনামের একটি মৌলিক গান। গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল। আগামী সেপ্টেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ