বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘১৯৭১ সালে লাখো শহীদের রক্ত ও হাজারো মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যুদ্ধ করে একটি লাল-সবুজের পতাকার বাংলাদেশ পেয়েছি। সেই যুদ্ধে বিরোধিতাকারীদের সঙ্গে মহান মুক্তিযুদ্ধকে একসঙ্গে মেলানো যাবে না।’ গতকাল দুপুরে সিরাজগঞ্জ রাশিদ্দোজাহা সরকারি মহিলা কলেজে শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বাংলাদেশের অতীত ইতিহাস জানতে হবে। বাংলাদেশের মানুষের মুসলিম হওয়ার ইতিহাস জানতে হবে। তবেই তোমরা আগামীর বাংলাদেশ সঠিকভাবে পরিচালিত করতে পারবে।’
তিনি বলেন, ‘চব্বিশকে আমি শ্রদ্ধা করি। ৫ আগস্টকে শ্রদ্ধা করি। সাঈদ, মুগ্ধসহ সব শহীদকে শ্রদ্ধা করি। কারণ তাঁদের কারণেই বাংলাদেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। আমি নিজেও নিঃশ্বাস নিতে পারছি। কারণ গত ১৭ বছর আমি সিরাজগঞ্জে এলেও আমাকে বাসা থেকে বের হতে দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘বিএনপি সংস্কারে বিশ্বাসী। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সংস্কার করেছে। ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা চালু করেছে।’