সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেসসচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তাঁর স্ত্রী রেজওয়ানা নূরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
তবে দুদকের পক্ষে গতকাল আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
দুদক জানায়, মোজাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং তাঁর নামে থাকা চারটি ব্যাংক হিসাবে সন্দেহমূলক অর্থ লেনদেন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মোজাম্মেল হকের আয়কর নথির স্থায়ী অংশ, বিধিত অংশ ও অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটশিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনার জন্য আয়কর নথি জব্দের জন্য আদালতে আবেদন করা হয়। একই ধরনের অভিযোগ থাকায় আশরাফুল আলম খোকন এবং তাঁর স্ত্রী রেজওয়ানা নূরের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটশিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহের জন্যও আয়কর নথি জব্দের আবেদন করা হয়।
মোজাম্মেল হকের বিরুদ্ধে ২৯ সেপ্টেম্বর মামলা করেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। ২৭ মার্চ আশরাফুল আলম খোকন এবং রেজওয়ানা নূরের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।