হকিতে বড় সংকট নাকি অর্থই। ফেডারেশনের কর্মকর্তারা প্রায় বলেন, ইচ্ছা তো আছে অনেক কিছু করার। অর্থ নেই বলে সম্ভব হচ্ছে না। অথচ হকিতে এবার কোটি টাকার পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্ট হতে যাচ্ছে। তাও আবার নারীদের। যার নামকরণ করা হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট। ১৮ দল নিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে ২ নভেম্বর। বাজেট কোটি টাকার কাছে। নির্দিষ্ট করে বলা হয়েছে ৯৮ লাখ টাকার বেশি। সব মিলিয়ে যাকে কোটি টাকা বললেও ভুল হবে না। গতকাল হকি ফেডারেশনের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেছেন, মার্চের ডেভেলপমেন্ট কাপে ব্র্যাক ব্যাংক ছিল স্পন্সর। এবার পার্টনার, নিজেরা যোগাযোগ করেই নারী হকির উন্নয়নের জন্য এগিয়ে এসেছি। আমরা এটা করে যাব। আউটপুট ভালো হলে সামনে আরও বড় পরিসরে মেয়েদের হকি টুর্নামেন্ট করতে আগ্রহী হব।
আলো নারী টুর্নামেন্ট দুই গ্রুপে হবে। ১৮ জেলা প্রথম পর্বে চার জোনে ভাগ হয়ে খেলবে। ২ নভেম্বর রাজশাহী জোনের জয়পুরহাট ও রংপুরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ টুর্নামেন্ট।