২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটার ফিলিপ হিউজ ঘাড়ে বলের আঘাত পেয়ে মারা যান। এ ঘটনায় অস্ট্রেলিয়াসহ ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছিল। তাঁর মৃত্যুর পর ক্রিকেটারদের সুরক্ষা সরঞ্জামে বিভিন্ন উন্নয়ন আনা হয়। এবার তার স্মৃতি ফিরিয়ে এনেছেন অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন। মঙ্গলবার ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবে একটি টি-২০ ম্যাচের আগে অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাত পান এই ১৭ বছর বয়সি। বেনকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।
এ তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাব ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। এ মৃত্যুতে ক্রিকেট সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলবে বলেও শোকবার্তায় জানানো হয়।