আউট ফিল্ড ভেজা এবং পানি জমার কারণে আজকের আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি এখন আবহাওয়ার ওপর নির্ভর করছে। বগুড়ায় বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ মাঠে গড়াতে পারবে কি না তা নিয়ে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্টেডিয়ামের কর্মকর্তারা। টানা বৃষ্টির কারণে শীতও বেড়েছে। সে হিসেবে সকাল ও বিকালের সেশনে বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামে থাকছে শিশিরের হানা। মাঠ ভেজা থাকায় বগুড়ায় আফগানিস্তান ও বাংলাদেশ যুবাদের ম্যাচটি এখনো অনিশ্চিত হয়ে আছে।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ‘শুক্রবারের ওয়ানডে ম্যাচটি হবে কি না সেটি বৃষ্টি বা আবহাওয়ার ওপর নির্ভর করছে। তবে মাঠের আউট ফিল্ড ভেজা। কিছু পানি জমেছে। সেটি নিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে। উইকেট সংরক্ষণ করায় সেটি ঠিক আছে।’ তিনি জানান, ‘আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুই দল ইনডোরে অনুশীলন করেছে। সকালে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আর দুপুর ১২টায় আসে সফরকারী আফগানিস্তানের যুব দল। দুই দলই অনুশীলন করে ফিরে যায়।’ এখন শুক্রবার দ্বিতীয় ওয়ানডে হবে কি না সে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকালে বৃষ্টি কমলেও রোদ না থাকায় মাঠ শুকায়নি। আবহাওয়ার বার্তায় ভালো সংবাদ পাওয়া গেলে বা বৃষ্টি না হলে ম্যাচ পরিচালনা করা যাবে।
আর যদি আবার বৃষ্টি হয় তাহলে হয়তো সম্ভব হবে না। তবে মাঠ প্রস্তুত করার সব চেষ্টায় চালিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে, বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে গত মঙ্গলবার সকালে টসে জয়ী আফগানরা (অনূর্ধ্ব-১৯) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। টস করেন আফগান অধিনায়ক মাহবুব খান ও বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৫০ ওভারের খেলায় প্রথম ম্যাচে টস জিতে আফগানরা ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগহ করে। জবাবে বাংলাদেশ দলের কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করার পর আলো স্বল্পতা দেখা দিলে ম্যাচ আম্পায়ার দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন। আলোর অভাব দেখা দেওয়ায় ক্রিকেট খেলার আইনে (ডিএলএস মেথড) বাংলাদেশ দলকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।
আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দেখার জন্য কয়েক হাজার দর্শক প্রস্তুতি নিলেও বৃষ্টি ভাবিয়ে তুলেছে সবাইকে। টিকিট না থাকায় বগুড়ার স্টেডিয়ামে হাজার হাজর দর্শক উপচে পড়ে প্রথম ওয়ানডে ম্যাচে। দ্বিতীয় ম্যাচটি বগুড়ায় হওয়ার পর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে। ৫টি ওয়ানডে সিরিজ খেলতে গত ২২ অক্টোবর বগুড়ায় আসে আফগান দল। পরদিন থেকেই তারা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন। অন্যদিকে বাংলাদেশ দল রাজশাহীতে অনুশীলন শেষে বগুড়ায় ম্যাচ খেলতে আসে।