আবেগপ্রবণ হয়ে মাঝে-মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসাস জুনিয়র। রবিবার এল ক্ল্যাসিকোতে দ্বিতীয়ার্ধে তার বদলে রদ্রিগোকে নামনোয় বিরক্তি প্রকাশ করেন এ তারকা। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সমালোচনার মুখে পড়েন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে নিজের ভুল বুঝতে পেরে বুধবার সমাজমাধ্যমে রিয়াল মাদ্রিদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসাস। তিনি লিখেছেন, আমার আচরণের জন্য রিয়াল মাদ্রিদের সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি। আমি সতীর্থ, ক্লাব এবং প্রেসিডেন্টের কাছেও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি।’
সব সময় জিততে এবং দলকে সাহায্য করতে কখনো কখনো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। দলের জয়ের জন্য প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভিনিসাস।