রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন খুব দ্রুতই সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ বিধিমালা অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বেরোবি কেন্দ্রীয় সংসদে মোট ১৫টি পদ থাকবে। এর মধ্যে ১৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন সংসদের সভাপতি হিসেবে এবং কোষাধ্যক্ষ থাকবেন কোষাধ্যক্ষ পদে। অনুমোদিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরাসরি নির্বাচিত হওয়ার ১৩টি পদ হলো- সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।