চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক ও বর্তমান ১০ রাজস্ব কর্মকর্তা এবং পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের একাধিক ইউজার আইডি ব্যবহার করে তাঁরা প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে কনটেইনার খালাস করেছেন। দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। অনুমোদিত মামলার আসামি হলেন চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, বাসুদেব পাল, আশরাফুল ইসলাম, আবদুর রাজ্জাক, দিদারুন নবী, সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা রনি বড়ুয়া ও আরিফুর রহমান, বর্তমান রাজস্ব কর্মকর্তা ফারহানা আকরাম ও মাহবুবুর রহমান। এ ছাড়া ব্যবসায়ীর মধ্যে রয়েছেন অন্তরা করপোরেশনের স্বত্বাধিকারী মুশতাক খান, মেসার্স এ অ্যান্ড জে ট্রেড ইন্টারন্যাশনালের অংশীদার আবদুল জলিল আকন ও আলতাফ হোসেন, মেসার্স প্যান বেঙ্গল এজেন্সির সেলিম, এবং জিআর ট্রেডিং করপোরেশন সিঅ্যান্ডএফ লিমিটেডের আবদুল রহিম। দুদক জানায়, চট্টগ্রাম বন্দরে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের একাধিক ইউজার আইডি হ্যাক করে প্রায় ৪ হাজার বিল অব এন্ট্রিতে অসংখ্য কনটেইনার খালাসের ঘটনা ঘটেছিল।
২০১৮ সালে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিভিন্ন কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করে চালান খালাসের ঘটনা ব্যাপক আলোচিত হয়।