সিলেটে অনলাইন ‘শিলং তীর’ জুয়া খেলার সময় ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানার চালিবন্দর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করে। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জুয়াড়িদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে শিলং তীর জুয়ার আসর বসছে। এসব জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।