হেমন্তের এক চিঠি এলো
পাখির ঠোঁটে আজ
ঘাসের ডগায় শিশির জলে
রেখে দিলাম ভাঁজ।
ধানের খেতে কুয়াশা মেখে
জড়িয়ে থাকে রোজ
শীতল পরশ বুলিয়ে মনে
নিলাম গাঁয়ের খোঁজ।
পাতায় শিশির বিন্দুগুলো
ঝরছে আপন মনে
ভোরের হাওয়া লাগে গায়ে
একটু ক্ষণে ক্ষণে।
পাখির কাছে দিলাম চিঠি
আমিও দূর্বা ঘাসে
মনের ঘুড়ি উড়িয়ে দিয়ে
পাখি ফিরে আসে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        