জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ৩১ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে এক জনসভার মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান নিয়ে দলটির আত্মপ্রকাশ ঘটে। নানান আন্দোলন সংগ্রাম, উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি এ পর্যন্ত এসেছে। মূল জাসদ ভেঙে বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এ তিন ধারায় দৃশ্যমান। দলটির জন্মদিন উপলক্ষে তিন পক্ষই নানা কর্মসূচির আয়োজন করেছে। ইনুর নেতৃত্বাধীন জাসদ বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে।
একই স্থানে বিকালে আলোচনা সভার আয়োজন করেছে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।