গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিপ্রাশৈর গ্রামের বাসিন্দা পরিমল কস্তার ছেলে প্রবিন কস্তা (৪৫) দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। তার মুখ, চোখ, কান ও মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। এ ইনফেকশন ক্যান্সারে রূপ নেওয়ার আগেই অপারেশন করানো জরুরি। সেজন্য প্রয়োজন প্রায় ৩ লাখ (৩০০০০০) টাকার। এর জন্য সমাজের বিত্তবান মানুষের সহায়তা চেয়েছেন দরিদ্র প্রবিন কস্তা। তার সঙ্গে যোগাযোগের নম্বর ০১৭০৬৯২৯৭৭২। এ নম্বরে বিকাশে তাকে অর্থ সহায়তা পাঠানো যাবে।