সেদিন ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সকালে উৎসবের আমেজ তৈরি হয়েছিল রাজধানীর মতিঝিলে। রাস্তাজুড়ে ছিল মানুষের ঢল। ক্যামেরার ক্লিক, এলাকাজুড়ে অন্যরকম দৃশ্য। শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’র শুটিং চলছে সেখানে। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শুটিং হচ্ছিল আন্দোলন দৃশ্যের। পুলিশের উপস্থিতি, ব্যারিকেড, স্লোগানের তীব্রতা। সবকিছু ঠিকঠাক চলছিল। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। ঠিক তখনই আচমকা শুরু হয় ভূমিকম্প। ভবনগুলো দুলে উঠতেই শুটিং স্পটে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষ দৌড়ে নেমে আসে রাস্তায়, কেউ চিৎকার করছে, কেউ ফোনে জানাচ্ছে বাড়িতে থাকা প্রিয়জনকে। কিন্তু এ অবস্থার মধ্যেও সবচেয়ে শান্ত ছিলেন শাকিব খান। তিনি আশপাশের সবাইকে বললেন, ‘আমরা তো রাস্তায় আছি। ভয় পাবেন না। কেউ আতঙ্কিত হবেন না। সব ঠিক আছে।’ তার এই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর মানুষের মনে ফেরায় স্বস্তি। কম্পন থেমে গেলে সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। কিছুক্ষণ বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিতের পর আবার শুরু হয় শুটিং। একজন দর্শকের মুখে শোনা গেল- ‘ভূমিকম্পেও শান্ত, রিয়েল হিরো শাকিব ভাই।’