ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। অ্যাকশন-থ্রিলার ‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে তিশাকে নির্ভীক এক নারীর ভূমিকায় দেখা যাচ্ছে। হাতে ক্যামেরা এবং চারপাশে ছড়িয়ে থাকা দাবার ঘুঁটি দেখে অনেকেই তার চরিত্রটিকে সাংবাদিক বা কৌশলীর বলে মনে করছেন। পোস্টারটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।