সত্তরের দশক থেকে বড়পর্দায় যখন সিনেমা শুরু হতো তখন টাইটেলে শিল্পনির্দেশক হিসেবে যে নামটি ভেসে উঠত সেটি ছিল ‘কলমতর’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক শাহ মোহাম্মদ কলমতরের শিল্পনির্দেশনার প্রথম সিনেমা ‘উৎসর্গ’। তার নির্দেশিত সিনেমার সংখ্যা ১ হাজারেরও বেশি। এর মধ্যে রয়েছে- সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, দেনমোহর, চন্দ্রলেখা, আপন দুলাল, শাহজাদি গুলবাহার, চন্দ্রভান, রাজা সূর্য খাঁ, গঙ্গাযাত্রা, হাজার বছর ধরে, মেঘের কোলে রোদ, দুই বধূ এক স্বামী। এ ছাড়া অনন্ত জলিলের দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম-১, মোস্ট ওয়েলকাম-২, নিঃস্বার্থ ভালোবাসা, প্রসেনজিতের পরিচালনায় আমি সেই মেয়ে, শেষ বংশধর, হঠাৎ বৃষ্টি, চাষী নজরুলের দেবদাস, কাজী হায়াতের কাবুলিওয়ালা ইত্যাদি তার সেট ডিজাইনের চলচ্চিত্র। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। গঙ্গাযাত্রা, রাজা সূর্য খাঁ, হাজার বছর ধরে, মেঘের কোলে রোদ, দুই বধূ এক স্বামী সিনেমাগুলোর জন্য তিনি এ সম্মান অর্জন করেন। এ ছাড়া বাচসাস পুরস্কার, বাবিসাস অ্যাওয়ার্ড, ট্রাব, এজেএফবি স্টার অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা পান শিল্পনির্দেশক কলমতর। ২০২২ সালের ৩১ অক্টোবর আনুমানিক ভোর ৪টায় চাঁদপুরে নিজ গ্রামে ইন্তেকাল করেন চলচ্চিত্রের এই কিংবদন্তি।