চলচ্চিত্রকার আর দর্শকদের একটিই কথা- ‘ভালো গল্প আর মানসম্মত ছবি পেলে দর্শক তা সাদরে গ্রহণ করে।’ কথাটির প্রমাণও মিলেছে দেশীয় চলচ্চিত্রের গোড়াপত্তন থেকে। ১৯৫৬ সালে ঢাকায় প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ নির্মিত হওয়ার পর থেকে কমপক্ষে নব্বইয়ের দশকের প্রথমদিক পর্যন্ত ছবির গল্প মন্ত্রমুগ্ধের মতো দর্শকদের সিনেমা হলে টেনে নিয়ে যেত। জীবনঘনিষ্ঠ গল্পের ছবিতে নিজের ও নিজের পারিপার্শ্বিকতার চিত্র দেখতে পেয়ে আপ্লুত দর্শক হেসে-কেঁদে সিনেমা হল থেকে বের হতেন। একটি ছবি বারবার দেখতেন। এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র প্রয়াত আবদুল জব্বারের ‘মুখ ও মুখোশ’। একজন ডাকাতের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হলেও এটি ছিল পারিবারিক গল্পের ছবি। একটি সমৃদ্ধ ও সময়োপযোগী গল্প পেয়ে দর্শক সাদরে গ্রহণ করে ছবিটি। এরই ধারাবাহিকতায় নির্মিত হতে থাকে এ দেশ তোমার আমার, রাজধানীর বুকে, হারানো দিন, সুতরাং, বেহুলা, মনের মতো বউ, নয়নতারা, রূপবান, আলোর মিছিল, ওরা ১১ জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবার তোরা মানুষ হ, নয়নমনি, গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, ভাত দে, সারেং বৌ, অবুঝ মন, ময়নামতি, ছুটির ঘণ্টা, এমিলের গোয়েন্দা বাহিনী, অশিক্ষিত, অশ্রু দিয়ে লেখা, স্বরলিপি, হাজার বছর ধরে, হাছন রাজা, নবাব সিরাজদ্দৌলা, জীবন থেকে নেয়া, সাতভাই চম্পা, মনপুরা প্রভৃতি চলচ্চিত্র। নব্বই দশকের শেষ ভাগ থেকে এই চিত্র পাল্টে যেতে শুরু করে। ওই সময় থেকে দেশীয় চলচ্চিত্রের গল্প দর্শকদের আর কাছে টানতে পারছে না। কারণ ছবির গল্প হয়ে পড়েছে ভিনদেশি সংস্কৃতির নিম্নগামী অনুকরণ। এ সময়ের বেশির ভাগ ছবিতে ছিল না রুচি, মান আর সু-নির্মাণ। এমন গল্পে বাঙালির জীবনবোধের চিত্র ছিল না। ফলে
দর্শকরাও হন হতাশ। আশার কথা, মানের এই খরার মধ্যেও মাঝে-মধ্যে দু-একটি মানসম্মত ছবি আশার আলো জ্বালিয়ে দেয়। এর প্রকৃষ্ট উদাহরণ হয়ে আছে ২০০০ সালের পর থেকে নির্মিত মোল্লা বাড়ীর বউ, হৃদয়ের কথা, আকাশছোঁয়া ভালোবাসা, শিকারি, ছুঁয়ে দিলে মন, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ঢাকা অ্যাটাক, সত্তা, পোড়ামন-টু ও প্রিয়তমাসহ বেশ কিছু বাণিজ্যিক ধারার ছবি। এ ছবিগুলোই প্রমাণ করে, ভালো গল্পের মানসম্মত ছবি পেলে দর্শক পরম নির্ভরতা নিয়ে সিনেমা হলে ফিরে আসেন। আসলে কেমন গল্পে সিনেমা হলে ফিরবে দর্শক? এ প্রশ্নের জবাব দিয়েছেন কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। প্রখ্যাত চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াতের কথায়- চলচ্চিত্র মানে জীবনের ছায়া। চলচ্চিত্রে ফুটে উঠবে যাপিত জীবনের পারিপার্শি^কতা। যা দেখে দর্শক তার আশপাশের চিত্র খুঁজে পেয়ে মুগ্ধ, আবেগপ্রবণ বা আনন্দিত হবেন। এ জন্য সমসাময়িক জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এক সময় সৈয়দ শামসুল হক, আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ, আশীষ কুমার লৌহ, এ টি এম শামসুজ্জামান, জহির রায়হান, খান আতাউর রহমান, এস এম পারভেজ, আবদুল জব্বার খান, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেনের মতো গল্পকারের গল্পে কালজয়ী চলচ্চিত্র নির্মিত হতো। এখন গল্পকারের আকাল চলছে। মানে গল্প আর গল্পকারের সংকটে পড়েছে ঢাকাই চলচ্চিত্র। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান আক্ষেপ করে বলেন, আশির দশকের মধ্যভাগের পর এ দেশীয় চলচ্চিত্র থেকে ‘গল্প’ উধাও হয়ে গেছে। এর কারণ তখন এ দেশে ভিসিআরে হিন্দি ছবি দেখা শুরু হয়। কতিপয় নির্মাতা মৌলিক গল্প বিবর্জিত হিন্দি ছবির অনুকরণ আর নকল করতে গিয়ে গাঁজাখুরি ছবি নির্মাণ করে
দর্শকদের মনে বাংলা ছবির প্রতি স্থায়ী বিরক্তি উৎপাদন করে ছাড়েন। এ অবস্থা এখনো চলছে। এরপর শুরু হয় অশ্লীলতার দাপট। মাঝে-মধ্যে দু-একটি পারিবারিক গল্পের জীবনঘনিষ্ঠ ছবি নির্মাণ হলেও পরিমাণে তা খুবই অল্প। আর এই ভালো ছবিগুলোই খরার মাঝে স্বস্তির বৃষ্টি বয়ে আনে। প্রখ্যাত চলচ্চিত্রকার সুচন্দা বলেন, আমাদের চলচ্চিত্রের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই সমৃদ্ধি গড়ে উঠেছে নিজস্ব গল্প, সংস্কৃতির ছাপ আর পারিপার্শ্বিক ছায়ার ওপর নির্ভর করে। এ কারণেই এ দেশের চলচ্চিত্র একসময় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসায় ভাসত, এ দেশের দর্শক আনন্দ-উচ্ছ্বাস নিয়ে ছবিঘরে ছুটে গিয়ে নিজের জীবনকে রুপালি পর্দায় খুঁজে পেয়ে তৃপ্ত হতো। সে অবস্থা ফেরানো কঠিন নয়, বিবেক আর মেধাই যথেষ্ট। সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে একজন নির্মাতা অবশ্যই মানসম্মত দেশি চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন আর দর্শকরা সেই ছবি পেয়ে নির্দ্বিধায় সিনেমা হলে ফিরবেন।
শিরোনাম
- বান্দরবানে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেপ্তার
- রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
- রাজবাড়িতে বিএনপির জনসভা
- শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান
- রাসুলের আদর্শে জীবন গড়লে সমাজে আসবে পরিবর্তন : ধর্ম উপদেষ্টা
- কক্সবাজারে আলোচিত মনির হত্যা: ৯ মাস পর রহস্য উদ্ঘাটন
- পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা
- এবার জাতিসংঘকে ‘অকার্যকর’ আখ্যা দিলেন ট্রাম্প
- রূপপুর গ্রিন সিটির বালিশকাণ্ডে শাস্তি পেলেন দুই প্রকৌশলী
- রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
- কাতারে থাকা বাংলাদেশি কর্মীদের সতর্ক করল দূতাবাস
- ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করল স্পেন
- জাতিসংঘ অধিবেশনের আগে টেলিযোগাযোগ হুমকি প্রতিহত
- আমরা বিশৃঙ্খলা ও দুর্ভোগের যুগে প্রবেশ করেছি: গুতেরেস
- তিন দূতাবাসে কাউন্সেলর ও ফাস্ট সেক্রেটারি নিয়োগ
- আমির হামজাকে আইনি নোটিশ, ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টা
- স্বীকৃতিও নিস্তার দিচ্ছে না গাজার বাসিন্দাদের
- জকসুর সংবিধিতে ৯ নতুন পদ সংযুক্তির দাবি জবি ছাত্রদলের
- জাকসু নির্বাচনকে ঘিরে ১২ অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের
কেমন গল্পের সিনেমা চায় দর্শক
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

‘রাজনৈতিক নেতাদের অনিরাপদ রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক’
১২ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

অন্তঃসত্ত্বাদের ব্যথানাশক ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়ে সমালোচনার মুখে ট্রাম্প
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রাণী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
১৪ ঘণ্টা আগে | জাতীয়