ছবি শিকারিদের ক্যামেরা সারাক্ষণ তাক করে থাকে তাদের দিকে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে। শোনা যায়, রাহুল মোদির সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ছড়িয়ে পড়েছে নায়িকার একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে নাচছেন নায়িকা। সেই ভিডিওটি করছেন চর্চিত প্রেমিক। তা নিয়ে আলোচনার মাঝেই ফের চর্চায় শ্রদ্ধা এবং রাহুল। বহু দিন আগে নায়িকার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যায়, বিমানবন্দরে রাহুলের সঙ্গে বসে রয়েছেন অভিনেত্রী। এই দৃশ্য রেকর্ড করেছিলেন কোনো এক বিমানসেবিকা, যা নজরে আসতেই বিরক্তি উগড়ে দেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। আর এতে নাকি খুবই বিব্রত এখন শ্রদ্ধা। কারণ সব জায়গাতেই নাকি তাঁর গোপন ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে।