অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল পুবাইল গিয়ে শুটিং স্পট ঘুরে আসার। তো সময় মিলিয়ে রওনা দিলাম পুবাইলের ভাদুন গ্রামে। কিন্তু বাদ সাধল বৃষ্টি। সারা দিন অবিরাম ধারায় শহর-নগর ধুয়ে দিচ্ছে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করেই গাড়ি নিয়ে চলে গেলাম পুবাইলের ‘হাসনা হেনা’ শুটিং স্পটে, যেখানে চলছে অনন্য ইমনের নির্মাণে নতুন একটি একক নাটকের শুটিং। ক্যামেরার সামনে সংলাপ ডেলিভারি দিচ্ছিলেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। একপর্যায়ে বৃষ্টির কারণে কিছুটা সময় বিরতি শুটিংয়ের। এরপর আবার শুটিং। কিছুটা সময় সেখানে কাটিয়ে, নির্মাতা-কলাকুশলীদের সঙ্গে কথা বলে ঝিরঝির বৃষ্টির মধ্যেই রওনা দিলাম কাছের ভাদুন গ্রামের বাদশা ভাইয়ের বাড়িতে, যেখানে চলছে গুণী নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক ‘ফুলগাঁও’ এর শুটিং। শুটিং স্পটে আমাকে দেখেই নিজেই শুটিং ফেলে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানালেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। অবাকও হলেন আমাদের দেখে। এরপর বসতে বলে আবার শুটিং শুরু করলেন। ‘ফুলগাঁও’ এর শেষ লটের শুটিং চলছিল। মাত্র দুই দিন বাকি। শুটিংয়ে সেদিন ছিল রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিনসহ বেশ কিছু নতুন শিল্পী। শুটিং বিরতি দিয়ে সালাহউদ্দিন লাভলু ও রওনক হাসান বসলেন কথার ঝাঁপি নিয়ে। সালাহউদ্দিন লাভলু জানালেন, ‘ফুলগাঁও’ লিখেছেন মাসুম রেজা। সে খুব যত্ন করে নাটকটি লিখেছেন। তাঁর সঙ্গে অনেক কাজ করেছি। এই নাটকের বিশেষত্ব হচ্ছে, একটি হাসিখুশি মানুষের ফুলের গ্রাম নিয়ে এই নাটকের গল্প, যে গ্রামের সবাই ফুল চাষ করে। কেউ ফুল বাগানে কাজ করে। কেউ ফুলের চিকিৎসক, কেউ ফুল চাষিদের সমিতি নিয়ে ব্যস্ত; যদিও এখন ভাদুন গ্রামে বাদশার বাড়িতে শুটিং করছি, তবে গল্পের প্রয়োজনে গোলাপ গ্রামেও হয়েছে শুটিং। আর এই নাটকে আমি অভিনয় করছি না। এতে আরও আছে রহমত আলী, তুষার খান, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি, জয়রাজ, সোহেল খান, আরফান আহমেদ ছাড়াও নতুন কিছু মুখ। নাটকের গল্পটাও অন্যরকম। আশা করছি দর্শক পছন্দ করবেন।’
শিরোনাম
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল