নন্দিত অভিনেতা আফজাল হোসেনকে আবার শ্রোতারা গীতিকার হিসেবে পাচ্ছেন। তাঁর রচিত কথার গানটি গাইবেন তানভীর তারেক। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কো, লস অ্যাঞ্জেলেস ও ডেথভ্যালিতে তানভীর তারেকের দুটি মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। একটি গান লিখেছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। আরেকটি লিখেছেন তানভীর তারেক। গান দুটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন তানভীর তারেক নিজেই। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন, রাজ হামিদ ও টিম আসিফ আকবর। তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এ গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি। আমি তাঁর পরিচালিত একটি চলচ্চিত্রে মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তাঁর একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাঁকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। আশা করছি, গান দুটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ উল্লেখ্য, অভিনেতা ও নির্মাতা হিসেবে কিংবদন্তি মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন সেই সত্তরের দশক থেকে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন। এখন গীতিকার হিসেবেও নন্দিত হচ্ছেন তিনি।