জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। অভিনয়ে নিয়মিত নন তিনি। সংসার আর পেশা নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে কাজ করেন। তবে ইদানীং তিনি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিরক্ত। কারণ, বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে কিছু মানুষ তার নামে অ্যাকাউন্ট ও পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এই মানুষদের প্রতি তিনি দিলেন মধুর শাসনের বার্তা। তিনি বলেন, ‘আমার জীবনযাপন নিয়ে আমার অনেক আরাম। কিন্তু বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে কিছু মানুষ আমার নামে নানান অ্যাকাউন্ট, পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা যা লিখেন আমার হয়ে, আমি ওইভাবে কথা বলি না, লিখিও না। আমার লেখার সঙ্গে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত। তাদের আপনারা ওইগুলো ‘আমার কথা’ বলে বিশ্বাস করাতে পারবেন না। মিথ্যার ওপর ভর করে কারও নাম দিয়ে লিখার যদি সাহস থাকে, তাহলে নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান। কষ্ট করে আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে অনুগ্রহপূর্বক নিজেদের বিরত রাখুন।’