পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ। প্রথমবারের মতো তিনি বাংলাদেশে গাইতে আসছেন। আগামী ১২ এপ্রিল ইয়ামাহা মিউজিকের আয়োজনে ‘ওয়ান ট্রুু সাউন্ড গ্র্যান্ড’ শিরোনামের একটি কনসার্টে গাইবেন তিনি। কনসার্টটির ভেন্যু রাজধানী ঢাকার সেনাপ্রাঙ্গণ। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পীও যুক্ত হবেন। প্রথমে ২০১৪ সালে সাউন্ডক্লাউডে কয়েকটি গান প্রকাশ করেন আইমা। এরপর থেকে তিনি সামাজিক মাধ্যমে খ্যাতি অর্জন করেন। কিছুটা পরিচিতি পাওয়ার পর ‘দুনিয়া নিউজ’ চ্যানেলের কমেডি অনুষ্ঠান ‘মাজাক রাত’ অনুষ্ঠানে দেশটির কিংবদন্তি কমেডিয়ানদের সঙ্গে কাজ করেন তিনি। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথমবার প্লেব্যাক করেন আইমা। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান। তাঁর গাওয়া ‘ইশক আতিশ’ গানটি রাশিয়ার একটি টেলিভিশন ধারাবাহিকে বাজানো হয়।