জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদার। তিন দশকের ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন, অংশ নিয়েছেন দেশবিদেশের বিভিন্ন কনসার্টে। তাঁর সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল
নতুন কোনো পরিকল্পনা...
আমার কাজ যেভাবে চলছে সেভাবেই চলবে। একই গতিতে কাজ করে যেতে চাই। শুদ্ধ সংগীতের সঙ্গে আছি, আজীবন থাকতে চাই।
নতুন কোনো চলচ্চিত্রে গান করছেন কী?
সেটা চমকই থাক। খুব শিগগিরই পাবেন। আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করার কথা বলছে।
চলচ্চিত্রের গানে পরিবর্তন এসেছে বলে মনে করেন?
হ্যাঁ। অনেক পরিবর্তন এসেছে। সুর, কথা, কম্পোজিশন সবকিছু পাল্টেছে। পরিবর্তনের মধ্যেও অনেক শ্রুতিমধুর গান হচ্ছে। যা সময়োপযোগী বলে জনপ্রিয়তা পাচ্ছে।
‘প্লস্টিক মিউজিক’ থেকে বের হয়ে আসার উপায় কী?
ইদানীং লুপ ব্যবহার করে গানের সব যন্ত্রানুষঙ্গের আবেদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে সংগীত পরিচালক ও শিল্পীর নিজস্বতা বলতে কিছুই থাকে না। একজন শিল্পী বা সংগীত কর্মীর হাতে বাজানোর জাদু কেমন কিংবা কণ্ঠটা কেমন তা শ্রোতারা আর শুনতে পারছেন না। এ ধরনের কাজে কারোরই কোনো কৃতিত্ব নেই। এটা মেশিনের কৃতিত্ব। আমরা যদি ড্রামস, গিটার বেজটা বাজাই তাহলে গানের প্রাণ ফিরে আসবে। আমরা চেষ্টা করলে কিন্তু পারব, যতখানি সম্ভব শ্রোতারাও মিউজিকের প্রকৃত ফিলটা পাবেন। একেবারেই কম্পিউটার নির্ভর না হয়ে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে।
অনেকে বলেন গান ভিডিওনির্ভর হয়ে গেছে...
অনেকাংশেই সত্য। কারণ গান তো এখন আর শোনার বিষয় নয়। দেখার বিষয় হয়ে গেছে। সেই কারণে এখন সবাই গান করার সঙ্গে সঙ্গে ভিডিওর বিষয়টা চিন্তা করে। মানুষের স্বাদ পাল্টেছে, মানুষের ধরনটা পাল্টেছে। গান এখন অনেক বেশি ভিডিওনির্ভর হয়ে যাচ্ছে। ভিডিও না করলে কেউ গান শুনছে না। আমার কথা হচ্ছে, অবশ্যই ভিডিওর প্রয়োজন আছে, তবে সেটা গানের থেকে জরুরি না। আমার কাছে মনে হয় ভিডিওর আগে গানটার প্রাধান্য অনেক বেশি পাওয়া উচিত। গানটা যদি ভালো হয়, গানটা যদি সঠিক প্রচার হয়, তাহলে সেই গান শ্রোতারা নিশ্চয়ই পছন্দ করবেন।
এখন কেউ ১০-১২টি গান দিয়ে অ্যালবাম প্রকাশ করছে না। একটি দুটি সিঙ্গেল করে প্রকাশ করছে। আপনার অভিমত কী?
অল্প গান করার একটা সুবিধা আছে। অল্প সংখ্যক গান হলে প্রায় সব গানই ফোকাস পায়। তাই খুব বেশি গানে তারা ফোকাস করতে পারছে না। আমার মনে হয়, অল্প সংখ্যক গান হলে গানগুলোর প্রতি শ্রোতারা হয়তো একটু বেশি মনোযোগ দিতে পারতেন।
‘বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস’-এর কী খবর?
আমাদের মূল জায়গা হচ্ছে স্টেজ। আমরা বিভিন্ন জায়গায় স্টেজ শো করে যাচ্ছি নিয়মিত।