রৌদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। অন্যদিকে ভাবনা শিল্পপতি বাবার সন্তান। রৌদ্র চাকরির ইন্টারভিউ দিতে আসে। তাঁর চাকরি হয়েও যায় কিন্তু যোগদান করার আগে সে কিছু শর্ত দেয়। রৌদ্রের কথায় মুগ্ধ হয়ে ভাবনা সব শর্ত মেনে নেয় এবং তাঁকে নিয়োগ দেয়। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। ভাবনা রৌদ্রকে বিয়ের প্রস্তাব দিলে রৌদ্র আবারও কিছু শর্ত দেয়। শর্ত মেনেই দুজনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও নিজেকে বদলাতে পারে না রৌদ্র। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ফলে ভাবনা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রৌদ্রও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সে নিজেও শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। তার মনে হতে থাকে, আদৌ কি শহরের ঘুম ভাঙবে? এমন ভিন্ন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘ঘুম ভাঙা শহরে’। রেজাউর রহমান ইজাজের রচনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, মিলি বাশার, বিমল ব্যানার্জি, দিলু মজুমদার প্রমুখ। নির্মাতা আফরোজা সুলতানা জানান, নাটকটি প্রচার হবে আজ শনিবার রাত ৯টায়।