এফডিসির নতুন এমডি মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে কদিন ধরেই উত্তাল এফডিসি প্রাঙ্গণ। গতকাল বেলা ১১টায় এফডিসির গেটের সামনে অবস্থান প্রতিবাদ শুরু করে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।’ এতে প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা অংশ নেন। এ সময় চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক উজ্জ্বল বলেন, ‘স্বৈরাচারের দোসরকে এফডিসির এমডি হিসেবে বসানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। তাকে না সরানো পর্যন্ত সিনেমা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে।’ নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘তানি ফ্যাসিস্ট ও আওয়ামী দোসর। এ সময় তাকে এমডি করা হয়েছে শুনে আমরা বিস্মিত। এফডিসি আজ মাটির সঙ্গে মিশে গেছে। এতে প্রাণ সঞ্চার করতে যোগ্য লোক নিয়োগ দিতে হবে।’