দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীন-এর প্রধান সাইদুস সালেহীন সুমন, অর্থাৎ বেজবাবা সুমন। ক্যান্সার, সড়ক দুর্ঘটনা, স্পাইন জটিলতা ও চোখের সমস্যায় অসংখ্যবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে তাঁকে। বেশ লম্বা একটা সময় স্টেজ শো ও নতুন গান থেকে দূরে ছিলেন অর্থহীনের দলনায়ক। গেল বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’র মধ্য দিয়ে বিরতি কাটিয়ে ফিরেছিলেন কনসার্টের মঞ্চে। সেই ধারাবাহিকতায় পাঁচ মাস পর এবার একক কনসার্টে ফিরছেন সুমন ও তাঁর দল অর্থহীন। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত এই কনসার্টে প্রায় ৪ ঘণ্টা পারফর্ম করবে ব্যান্ড দলটি। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন- এমন থিম নিয়ে কনসার্টের মঞ্চে উঠবেন অর্থহীনের সদস্যরা। এর নামও রাখা হয়েছে বিষয়টি মাথায় রেখে।