নাটোর সদর আসনে মোটরসাইকেল নিয়ে বড় ধরনের নির্বাচনী শোডাউন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। শনিবার সকালে উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চবিদ্যালয় মাঠ থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু হয়।
এতে এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী শোভাযাত্রার নেতৃত্ব দেন ও ছাদখোলা গাড়িতে দুই হাত নেড়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় সহকারী পরিচালক ড. জিয়াউল হক, শহর জামায়াতের আমির রাশেদুল ইসলাম ও সেক্রেটারি আলী আল মাসুদ
মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জাতীয়, দলীয় ও কালিমা-সংবলিত পতাকা-ফেস্টুন শোভা পায়। এ সময় কর্মীরা দলীয় প্রতীক হাতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
দিঘাপতিয়া পিএন উচ্চবিদ্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বড় হরিশপুর বাইপাসে পৌঁছালেও তখনও উত্তরা গণভবনের সামনে মোটরসাইকেল দেখা যায়। শোভাযাত্রাটি সারা দিনে সদর ও নলডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো সড়ক প্রদক্ষিণ করে বিকেলে নলডাঙ্গা গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি