নারী কাবাডি বিশ্বকাপে আজ পদক নিশ্চিত করার ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। সেমিফাইনালে হারলেও অন্তত ব্রোঞ্জ পদক পাবে মেয়েরা। ফাইনালে যেতে পারলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হয়ে যাবে। ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ আট থেকে। সেবার পঞ্চম হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই অবস্থান থেকে উন্নতির লক্ষ্য নিয়েই আরদুজ্জামান মুন্সি ও শাহনাজ পারভীন মালেকার কোচিংয়ে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারদের সংগ্রহ ৪ পয়েন্ট। বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের কাছে হারলেও উগান্ডা ও জার্মানিকে হারিয়েছে থাই মেয়েরা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারালেও এবার ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা।