বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক এমপি ও যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে নিজামপুর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গোড়পাড়া বাজারে অনুষ্ঠিত এক উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন, ভুট্টো হোসেন।
রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা কর্মসুচির ব্যাখা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি যে কোন সময়ের চেয়ে এখন বেশি সুসংগঠিত। বিএনপি ক্ষমতায় গেলে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিক্রেতাদের প্রতিহত করা হবে। সন্ত্রাসী, দুর্বৃত্ত চাঁদাবাজদের ঠাঁই শার্শার মাটিতে হবে না।’
তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেন, ‘জান্নাতের টিকিট বিক্রি করে গ্রামগঞ্জের নীরিহ মানুষের সাথে প্রতারণা করবেন না। এদেশের মুসলমানরা ধর্মভিরু তাঁরা ধর্মান্ধ নন, তাদের আবেগ নিয়ে খেলা করবেন না।’
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলুসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক