দেশজুড়ে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের প্রতিটি জেলা থেকে বাছাই করা ফুটবলাররা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দীর্ঘ লড়াইয়ের পর সেরা দুই দল ফাইনাল নিশ্চিত করেছে। দিনাজপুর ও সিরাজগঞ্জ। উত্তরবঙ্গের এ দুই জেলার মানুষ ফুটবল উৎসবে মেতে উঠেছেন। আজ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দিনাজপুর-সিরাজগঞ্জ। বিকাল পৌনে ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে। ফাইনাল উপলক্ষে সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে বাস ভাড়া করে খেলা দেখতে আসবেন সমর্থকরা।
প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দিনাজপুর ও সিরাজগঞ্জ। প্রথমবারেই চ্যাম্পিয়ন হতে চায় দুই দল। গতকাল ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে দিনাজপুরের কোচ শামীম আহমেদ বলেন, ‘ফাইনালে সিরাজগঞ্জ অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তারা সব বাধা অতিক্রম করেই এখানে এসেছে। তবে আশা করি আমরা ভালো খেলা উপহার দিতে পারব।’ দিনাজপুরের সাত ফুটবলার প্রথম বিভাগ ফুটবলে খেলেন। তাদের নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে। দলটির অধিনায়ক মাসুদ রানা বলেন, ‘আমাদের সাত ফুটবলার আগে থেকেই ঢাকার মাঠে অনুশীলন করে অভ্যস্ত। এটা আমাদের কাজে লাগবে।’ সিরাজগঞ্জের অধিনায়ক মিলন কাসেম সরাসরিই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’ সিরাজগঞ্জ থেকে ১০/১২টা বাসে করে সমর্থকরা খেলা দেখতে আসবেন বলে জানিয়েছেন তিনি। তা ছাড়া সিরাজগঞ্জে বিগ স্ক্রিনে লাইভ খেলা দেখানোর ব্যবস্থাও হয়েছে। সেখানে হাজার হাজার ফুটবলপ্রেমী নিজ দলের খেলা দেখতে পারবেন। সিরাজগঞ্জের কোচ মাহবুবুল আলম বলেন, ‘আমরা অনেক কাঠ খড় পুড়িয়ে ফাইনালে এসেছি। শিরোপা নিয়েই ফিরব।’ দুই জেলার মানুষের মধ্যে এ ফাইনাল নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।