আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বর্ষীয়ান নেতা এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা বেগম আনুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জুমা ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের পৈতৃক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আনোয়ারা বেগম। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, আনোয়ারা বেগম বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।