আওয়ামী লীগের হাতে কোনদিন গণতন্ত্র নিরাপদ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
শনিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতে কোনদিন গণতন্ত্র নিরাপদ ছিল না। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগ এ কথা পরিবর্তন করে তারা করেছে আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।’
মঈন খান আরও বলেন,‘গণতন্ত্র কোনদিন তাদের হাতে নিরাপদ ছিল না। যে কারণে আজকে তারা বাধ্য হয়েছে গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের কাছে লজ্জায় মাথা নত করে দেশ থেকে পালালো।’
তিনি চাঁদপুর-১ আসনে (কচুয়া) দলীয় মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হাতে দলীয় প্রতীক তুলে দেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে সাবেক শিক্ষা মন্ত্রী ও চাঁদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। যে নেতা অধীর আগ্রহে বসেছিলেন দেশমুক্ত হওয়ার পর দেশে ফিরবেন, তিনি আজ পর্যন্ত দেশে আসতে পারেননি। আমার নেতার সাথে চালাকি করে লাভ নেই। যখন কেউ কেউ বলছেন নির্বাচন বর্জন করবেন। তখন দলীয় মনোনয়ন ঘোষণা করে তিনি দেশকে নির্বাচনমুখী করে দিয়েছেন।’
এসময় তিনি চাঁদপুর ১ আসনে ধানের শীষ মার্কাকে নির্বাচিত করে তারেক জিয়াকে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। জনসভা শুরুর পূর্বে কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে দলে দলে জনসভায় যোগদান করেন।
বিডি-প্রতিদিন/আশফাক