ছুটির দিন। বছর শেষে শীতের মৌসুম। সকালের সোনারোদ ফুটতে না ফুটতেই হাতিরঝিলের পুলিশ প্লাজা লোকেলোকারণ্য। ছোট-বড় বিভিন্ন বয়সের ২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে কেউ স্ত্রী-সন্তান, কেউ বন্ধু, অফিসের সহকর্মী, আবার কেউ এসেছেন প্রিয় মানুষটিকে নিয়ে। উদ্দেশ্য ‘ছুটি বে ইন্সপায়ারিং বাংলাদেশ হাফ ম্যারাথন-২০২৫’-এ অংশগ্রহণ করা। স্প্রিন্ট নিবেদিত এ হাফ ম্যারাথনের গুরুত্বপূর্ণ সহযোগী ছিল গোল্ডস জিম বাংলাদেশ। এ প্রতিযোগিতায় বেশ কিছু বিদেশিকেও স্ত্রী-সন্তানদের নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে সুন্দর জীবনযাত্রায় মানুষকে উদ্বুদ্ধ করতেই প্রতি বছর এ আয়োজন করে আসছে ইন্সপায়ারিং বাংলাদেশ। ৭.৫, ১৫ এবং ২১ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের পেশাদার ও অপেশাদার রানার। নার্সারি পড়ুয়া আবু তালহা প্রত্যয় এসেছে মায়ের সঙ্গে। এমন আয়োজন হলেই সন্তানকে ছুটির দিনে নিয়ে আসেন মা পারুল আক্তার। রাজধানীতে একটি ইন্স্যুরেন্সে কাজ করেন আরেফিন বাদল। নিয়মিত শরীর চর্চা করলেও ম্যারাথন প্রতিযোগিতা হলে অংশগ্রহণের চেষ্টা করেন তিনি। সঙ্গে আনেন প্রতিবেশীকে। প্রতিযোগিতা শেষে পুলিশ প্লাজাতেই কথা হয় অজান্তার সঙ্গে। সঙ্গে অফিসের সহকর্মী। দুজনেরই কাজ করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। বয়সের সঙ্গে ফিটনেস ধরে রাখতেই নিয়মিত দৌড়ান তিনি। আর সময় ও সুযোগ ফেলে মিস করেন না এমন ম্যারাথনে অংশগ্রহণ করা। ম্যারাথনের বিশেষ আয়োজন ছিল ছোটদের দুই কিলোমিটার দৌড়। বেশ আনন্দ নিয়ে মা-বাবার সঙ্গে অংশগ্রহণ করে খুদে রানাররা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মাঝে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনীন রশিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন মিজানুর রহমান ও তামান্না মিম। প্রতি ক্যাটাগরির সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। ৭.৫ কিমিতে নারী বিভাগে চ্যাম্পিয়ন লিজা জিরক্স, প্রথম রানারআপ মৌনতা, দ্বিতীয় রানারআপ আফরোজা আক্তার। পুরুষ বিভাগে যথাক্রমে আমিনুল হাসান, মুহিবুর রহমান ও রেজাউল করিম। ১৫ কিমিতে নারী বিভাগে চ্যাম্পিয়ন তেরেসা কচি, প্রথম রানারআপ সানজিদা খানম, দ্বিতীয় রানারআপ জান্নাত আরা। আর পুরুষ বিভাগে যথাক্রমে আমির হোসেন, মো অলিউল্লাহ ও সাব্বির হোসেন। ২১ কিমিতে নারী বিভাগে চ্যাম্পিয়ন সাদিয়া ও রানারআপ এরিকো সুলতানা। আর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন আশরাফুল আলম, প্রথম রানারআপ শাহির চৌধুরী ও দ্বিতীয় রানারআপ কে এম সোহান।