ছেলেদের আইপিএলে অনেকবারই খেলেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানরা। এ ছাড়া খেলেছেন আরও অনেকে। তবে মেয়েদের আইপিএলে এখনো পর্যন্ত বাংলাদেশের কেউ খেলেননি। এবার সেই সুযোগ হতে পারে। মেয়েদের আইপিএলের অফিশিয়াল নাম উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। এ টুর্নামেন্টের পরবর্তী আসরের নিলামে আছেন তিন বাংলাদেশি নারী ক্রিকেটার। পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খানের নাম থাকবে ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় নিলামে। এবারের নিলামে আছে মোট ২৭৭ ক্রিকেটারের নাম। তাদের মধ্য থেকে ৭৩ জন দল পাবেন। এর মধ্যে ৮৩ জন বিদেশির জন্য জায়গা আছে ২৩টি। বেশ কঠিন লড়াই করেই দল পেতে হবে মারুফা-স্বর্ণা-রাবেয়াদের। গতকাল ডব্লিউপিএলের ওয়েবসাইটে প্রকাশিত নিলামে খেলোয়াড় তালিকায় দেখা গেছে, বাংলাদেশের তিন ক্রিকেটার মারুফা, স্বর্ণা ও রাবেয়ার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি করে। মোট তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১৯ জন, ৪০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১১ জন এবং ৩০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ৮৮ জন। পাঁচ দলের ডব্লিউপিএল আগামী ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।