নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ওই দপ্তরের কর্মরত ৬৪টি জেলা থেকে হাজার হাজার কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এরই জেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুক্তা পারভীন বলেন, নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। আমরা দীর্ঘদিন ধরে সেই নিয়োগবিধি থেকে বঞ্চিত। যে পদে চাকরি শুরু সেই পদে থেকেই অবসর গ্রহণ করতে হয়। বৈষম্যহীন বর্তমান বাংলাদেশে এ যেন বৈষম্যের চরম নজির। তাই আমাদের নিয়োগবিধি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এই বৈষম্য নিরসন করা হোক।
এসময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক মো. সোহেল হোসেন, বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদা আক্তার রিক্তাসহ সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে পুলিশের রমনা জোনের উপ-কমশিনার (ডিসি) মাসুদ আলম কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন। সেসময় তিনি আন্দোলনরতদের উদ্দেশে বলেন, আপনাদের দাবি খুবই যৌক্তিক। এর সঙ্গে কোনো আর্থিক বিষয় সম্পর্কিত নয়। এ জন্য দাবি বাস্তবায়ন তেমন কঠিন কিছু নয়। বিষয়টি আমি সংশ্লিষ্টদের অবগত করব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ