প্রথমে মিচেল স্টার্ক, এরপর বেন স্টোকস। পার্থ টেস্টের প্রথম দিনটি ছিল দুই পেসার স্টার্ক ও স্টোকসের। বিশ্বের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ অ্যাসেজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পরস্পরের প্রতিপক্ষ হয়ে পার্থে খেলছে প্রথম টেস্ট। সিরিজের প্রথম দিনেই দুই দলের পেসারদের পাগলাটে বোলিংয়ে নাভিশ্বাস উঠেছে ব্যাটারদের। স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩২.৫ ওভারে মাত্র ১৭২ রানে। স্বাগতিক অস্ট্রেলিয়াও সুবিধা নিতে পারেনি পরিচিত উইকেটের। ইংলিশ অধিনায়ক স্টোকসের গতি ও সুইংয়ে নাকাল হয়ে ১২৩ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ৪৯ রানে পিছিয়ে আজ ুব্যাটিংয়ে নামবে দুই স্বাগতিক ব্যাটার নাথান লিওন ও ব্রান্ডেন ডগেট। অ্যাসেজ শুরুর পর সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে এই প্রথম ১৯ উইকেটের পতন হয়েছে। এর আগে ১৮৮৮ সালে সিডনিতে দুই দলের একমাত্র টেস্টের প্রথম দিন ১৮ উইকেটের পতন হয়েছিল। টেস্টের স্কোর ছিল ইংল্যান্ড ১১৩ ও ১৩৭। অস্ট্রেলিয়া ৪২ ও ৮২ রান। ইংল্যান্ড টেস্ট জিতেছিল ১২৬ রানে। ১৮৯৬ সালেও সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ১৮ উইকেটের পতন হয়েছিল। লর্ডস টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ৫৩ রানে। ইংল্যান্ড দিন পার করেছিল ৮ উইকেটে ২৮৬ রান তুলে। টেস্টটি ইংল্যান্ড জিতেছির ৬ উইকেটে। পার্থে এবার টস জিতে ব্যাটিং করে ইংল্যান্ড। স্টার্ক প্রথম ওভারেই আঘাত হানেন ইংলিশ শিবিরে। সেই ধাক্কা সামলাতে পারেনি স্টোকস বাহিনী। একে একে তুলে নেন উইকেট। বাঁ-হাতি পেসারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৩২.৫ ওভারে। স্টার্কের গতিতে যখন নাকাল অন্য ব্যাটাররা, তখন একাই লড়াই করেন হ্যারি ব্রুক। ৫২ রানের ইনিংস খেলেন পর্বতসমান দৃঢ়তায়। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় রানটি করেন। শেষ দিকে ২২ বলে ৩৩ রান করেন জেমি স্মিথ।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
প্রকাশ:
০০:০০, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
আপডেট:
০১:৪৮, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিং
পার্থে এক দিনে ১৯ উইকেটের পতন
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর