দলের সাবেক কেন্দ্রীয় নেতা, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, এখন আমাদের দায়িত্ব ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাওয়া। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শনিবার বিকালে গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহেব আলী একাডেমি প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণায় এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দেশের মানুষের প্রশ্নে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপস করেননি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ধানের শীষে ভোট দিয়ে, পুরনো অতীতকে পিছনে ফেলে ৩১ দফার ভিত্তিতে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের বিরল মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। বিএনপিকে বিজয়ী করে নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে হবে।
তিনি বলেন, আপনারা একদিন ভোটকেন্দ্র পাহারা দিবেন, আমি পাঁচ বছর আপনাদের নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখবো। প্রতিহিংসার বদলে, বিভেদ বিভাজনের ঊর্ধ্বে উঠে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার শান্তি, নিরাপত্তা নিশ্চিত, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল, বেকার সমস্যা সমাধান, শিল্পায়নে কাজ করবো।
পাগলা থানা বিএনপি নেতা শেখ মোহাম্মদ ইছমতের সভাপতিত্বে সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ